Jibonta Cigaretter Chai Lyrics (জীবনটা সিগারেটের ছাই) James

Jibonta Cigaretter Chai by James

Jibonta Cigaretter Chai Lyrics by James :

Jibonta Cigaretter Chai Song Is Sung by James from Deshe Valobasha Nai Bengali Mixed Album. Jibonta Chai bengali Song Lyrics.

Song : Jibonta Chai
Album Name : Deshe Valobasha Nai
Singer : James

Jibonta Cigaretter Chai Song Lyrics In Bengali :

কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
পারছনা বলতে কাউকে আপন ভেবে তা।
তোমার বুকের পাশে অনেক দিনের ব্যথা,
বলবে এবার কাউকে আপন ভেবে তা।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

তোমার চোখের তারায় বিপন্ন স্বপ্ন ঘুমায়
জাগাও তাকে আশার বাণীতে কিসে ভয়।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোঁক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

কাঁদো, আরো কেঁদে কেঁদে হালকা হও
তুমি, হাসো, প্রাণ খুলে হেসে ভেসে যাও,
তুমি।
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই,
এই আছি এই নাই হাসি গাই কষ্ট ভুলে যাই।

জীবনটা সিগারেটের ছাই,
ছোক দিয়ে তাকে উড়াই।
কি হবে ভেবে আর যে জীবন
দম গেলে নাই।

জীবনটা সিগারেটের ছাই লিরিক্স :
Kado aaro kede kede halka hou
Tumi haso praan khule hese vese jao tumi
Ei achi ei nai hasi gai kosto bhule jai
Jibonta Cigarette er Chai
Chok Diye take urai
Ki hobe vebe aar je jibon dom gele nai
Tomar buker pashe onek diner betha
Parchona bolte kauke apon vebe taa

Tags:

Bengali Lyrics,
James